এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মেহেরপুরের মুজিবনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। উপজেলার কেদারাগঞ্জ বাজারসংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের দোয়া হোটেল মালিক জানসুরাত জানান, তার দোকানে বসে কয়েকজন বিএনপিকর্মী গল্প করছিলেন। হঠাৎ বিএনপি নেতা মাসুদ অরুণ এবং আমিরুল ইসলাম গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।