নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভোলাভো ইউনিয়নের গুতুলিয়া এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে পূর্বায়ন সিটি নামে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে কৃষকদের হয়রানি করা হয়। গতকাল দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে ভুক্তভোগী কৃষকরা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কৃষক কামরুল হাসান ওরফে রিপন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন। অভিযোগের বিষয়ে ওই আবাসন প্রকল্পের দায়িত্বে থাকা সাবেক ইউপি সদস্য জুয়েলের মোবাইল ফোনে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কৃষকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।