বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্যঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে মোরেলগঞ্জ হাসপাতাল এলাকা থেকে মিজানুর রহমান নামে সাবেক এক সেনা সদস্যকে আটক করছে পুলিশ।
ওসি রাকিবুল হাসান জানান, শুক্রবার দুপুরে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে একটি মৎস্যঘেরের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন কৃষক মহারাজ ও তার ভাই শওকত আলী। পরে তাদের মোংলা সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৩ টার দিকে মহারাজ মারা যান। গতকাল সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।