চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে একটি বাড়ি থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা। গতকাল চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান এ তথ্য জানান।
বিজিবি পরিচালক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ হারুনের (৩৫) বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত গোয়ালঘরে থাকা একটি ব্যাগে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি স্বর্ণের বার পাওয়া যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছিল বলে বিজিবির কাছে তথ্য রয়েছে।এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।
জব্দ স্বর্ণের বারগুলো জমা দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।