ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। এ সময় ডাকাত দল ৮ ভরি স্বর্ণালংকার ও ২ লক্ষাধিক টাকা নিয়ে গেছে, দাবি করেছেন ভুক্তভোগী। গতকাল বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা ঋষিপাড়া এলাকায় পিকলু দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর চাচাতো ভাই মন্টি দাস জানান, মুখে মাস্ক পরা ৫-৬ জনের ডাকাত দল বাড়িতে ঢুকে গৃহকর্তার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়ার হাত-পা বেঁধে ফেলে। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়। দক্ষিণ জাজিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।