দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য এবং কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। গণফোরাম জেলা শাখার ব্যানারে গতকাল শহরের পাবলিক লাইব্রেরি থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় সমাবেশে। সমাবেশে বক্তারা জাতির প্রত্যাশা পূরণে সব ধরনের ভোগান্তি দূর করতে অনিয়ম-দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
দূর করে সেবারমান বৃদ্ধি, প্রিপেইড মিটারের সংযোগ বন্ধ, পুলিশবাহিনীকে দ্রুত সক্রিয় করাসহ ১১ দফা দাবি তোলেন।