কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির এক গ্রুপের প্রতিবাদ মিছিলে অপর পক্ষ ককটেল নিক্ষেপ, গুলি ও হামলার অভিযোগ উঠেছে। এতে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিমের। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে মিছিলে গতকাল বিকালে এ হামলা হয়। হামলাকারীরা সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতা-কর্মী বলে দাবি পৌর বিএনপির সাবেক এ নেতার।
এ ব্যাপারে জানতে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত আছে।