নেত্রকোনার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে এ জারিয়া স্টেশনের আগে ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ২ ঘণ্টা পর ট্রেন চালাচল স্বাভাবিক হয়। নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে বলাকা কমিউটার ট্রেনটি।
বেলা ১১টা ৪০ মিনিটে জারিয়া-ঝানজাইল এলাকায় এলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পর রেলের কর্মী, যাত্রী ও স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে ফেলেন। পরে বেলা ১টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। পূর্বধলা স্টেশন মাস্টার আবদুল মমিন জানান, এ রুটে একটি ট্রেন চলে ঢাকা থেকে। অন্য একটি লোকাল ট্রেন চলে ময়মনসিংহ থেকে জারিয়া। ওই লোকাল ট্রেনের সঙ্গে অন্য একটি ইঞ্জিন এসে এ ট্রেনটিকে নিয়ে যায়। ২ ঘণ্টার ব্যবধানে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়ে গেছে।