হংকংয়ে আয়োজিত এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ অংশ নিয়ে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ আয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠান ‘কাজ সফটওয়্যার লিমিটেড’ “লাইফস্টাইল অ্যান্ড কালচার” ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
১৫ থেকে ১৬ অক্টোবর হংকংয়ের ওয়ারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে। এতে এশিয়ার বিভিন্ন দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের শীর্ষ ব্যক্তিবর্গ এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।
এ আয়োজনের মূল লক্ষ্য ছিল এশিয়া জুড়ে উদ্ভাবনী ও স্মার্ট উদ্যোগকে স্বীকৃতি দেওয়া, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করা।
বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় বেসিসের সদস্যভুক্ত ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়, যা দেশের প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার প্রমাণ বহন করে।
বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এই আয়োজনে বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত কাজ সফটওয়্যার লিমিটেডের সিইও ওয়াহিদ আজিজ চৌধুরী বলেন, গোল্ড অ্যাওয়ার্ড পাওয়া শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি বাংলাদেশের আইসিটি খাতেরও বড় অর্জন। বেসিস প্রশাসকের সহায়তা ও উৎসাহ আমাদের আন্তর্জাতিক মঞ্চে সাহস যুগিয়েছে।
বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, বাংলাদেশ এখন প্রযুক্তি উদ্ভাবনে এশিয়ার শীর্ষ সারিতে। বেসিসের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরবে।
বেসিস বিশ্বাস করে, এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ বাংলাদেশের এই অর্জন দেশের আইসিটি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।
বিডি প্রতিদিন/হিমেল