জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রবিবার জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গণফোরামের অংশগ্রহণ নিশ্চিত হবে। এসময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘৭২-এর সংবিধানের চারটি মূলনীতি যদি জুলাই সনদে উল্লেখ থাকত, তা পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সনদে যুক্ত করার আশ্বাস পেয়ে স্বাক্ষর করা হলো।’
স্বাক্ষরের আগেই কমিশন স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেয়ার সুপারিশ প্রত্যাহার করায় গণফোরাম সনদে স্বাক্ষর করতে সম্মত হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন, কমিশনের সঙ্গে আলোচনা শেষে তারা আজ দুপুরে স্বাক্ষর করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন