ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা। রবিবার ঝিনাইদহ সিও এনজির আয়োজনে নবগঙ্গা নদী তীর ঘিরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চঞ্চলতা ও দর্শকদের সরব উপস্থিতি মিলে এক প্রাণবন্ত মিলনমেলা তৈরি করেছে।
ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা শুরু হয় মথুরাপুর নতুন ব্রিজ থেকে এবং শেষ হয় শহরের ধোপাঘাটা ব্রিজে। এতে প্রথম স্থান অর্জন করেন ঝিনাইদহ শহরের আরাপপুরের শ্রী নারায়ণ বিশ্বাস, দ্বিতীয় স্থান পান সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের দিপাঙ্কর বিশ্বাস এবং তৃতীয় হন আরাপপুরের অশিত কুমার।
এরপর ধোপাঘাটা ব্রিজের নিচে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিও এনজির প্রতিষ্ঠাতা ও পরিচালক সামছুল আলম এবং প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতারা।
বিকেলে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ আয়োজন স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং গ্রামীণ ঐতিহ্য ও ক্রীড়ার প্রতি নতুন উদ্দীপনা জাগিয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক