গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা নাগরী ইউনিয়নের পানজোড়া ও পারোয়ান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা দিয়েছেন।
জরিমানা প্রাপ্তরা হলেন পানজোড়া এলাকার মো. রায়হান মোল্লা (৩৩) এবং বিরতুল এলাকার রফিকুল ইসলাম খান (৪৪)।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাগরী ইউনিয়নের পানজোড়া পেরাগোদি এলাকায় একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়া ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে জাকিয়া সরওয়ার লিমা বালু ভরাটের সত্যতা পান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন।
মো. রায়হান মোল্লাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়। পারোয়ান এলাকায় কৃষি জমিতে বালু ভরাটের অপরাধে রফিকুল ইসলাম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক