শেরপুরে জাল টাকা কাণ্ডে পোস্ট অফিসের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পোস্ট অফিসের পোস্টাল অফিসার মানিক মিয়া ও পোস্ট অফিসের দায়িত্ব পালনকারী ট্রেজারার হাফিজুর রহমান।
মানিককে গত ১৬ অক্টোবর, আর হাফিজুর রহমানকে শনিবার গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে শেরপুর সদর থানা পুলিশ।
জানা গেছে, গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গনইমমিনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব নিরক্ষর মহিলা শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংক টাকা গুণে নেওয়ার সময় দেখতে পায় ওই টাকার মধ্যে ৫৩টি ১ হাজার টাকার জাল নোট।
এ ছাড়া গত ৯ অক্টোবর দুপুরের পর শেরপুর সোনালী ব্যাংকে নুহূ নামে এক ব্যক্তি সরকারি চালানের ২ লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংকে টাকা দেওয়ার সময় ২৫টি এক হাজার টাকার জাল নোট ধরা পড়ে। ওই দুই গ্রাহকই শেরপুর পোস্ট অফিস থেকে টাকাগুলো উত্তোলন করেছিলেন।
বিষয়টি জানার পর বেশ হইচই হয় ও গণমাধ্যমে আসে। তারপর থেকে বিষয়টি নিয়ে প্রশাসন, পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের গোয়েন্দা বিভাগ নড়েচড়ে বসে। সরকারের অন্তত তিনটি বিভাগ তদন্ত করছে।
সদর থানার ওসি জোবাইদুল ইসলাম বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। দু’জনকে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই