ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার রাতে পোর্টসমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতির পর ক্লাবে ফিরে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।
৬৫ মিনিটে রিকার্ডো পেরেরার পরিবর্তে মাঠে নামেন হামজা। তারপরই মাঝমাঠে গতি বাড়ে স্বাগতিকদের। ৯০ মিনিটে আব্দুল ফাতাউয়ের ক্রস থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ক্রস দেন হামজা, কিন্তু লুকাস থমাস গোল করতে ব্যর্থ হলে জয় অধরাই থেকে যায়।
এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লেস্টার। ২৬ মিনিটে এগিয়েও যায় দলটি। ডান দিক থেকে ফাতাউয়ের ক্রসে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল করেন অ্যারন র্যামসি। লেস্টারের হয়ে এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।
এর আগে ফাতাউ নিজেও একবার ভলিতে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হন। ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৫৮ মিনিটে পোর্টসমাউথের জন সুইফট গোল করে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণ চালালেও জয়সূচক গোল আর পাওয়া হয়নি লেস্টারের। এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পোর্টসমাউথ আছে ১৪তম স্থানে।
বিডি প্রতিদিন/নাজিম