জিরোনার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে দুবার ইঙ্গিতপূর্ণ কাণ্ড করে লাল কার্ড দেখেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। অবশ্য রেফারিকে লক্ষ্য করে সেসব ইঙ্গিত ছিল না বলে দাবি করেছেন তিনি।
শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পেদ্রির গোলে লিড নেয় কাতালানরা। এরপর বাইসাইকেল কিকে সমতা ফেরান অ্যালেক্স উইটসেল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলের দ্বিতীয় গোল করেন রোনাল্ড আরাউহো।
যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি কাণ্ড করে বসেন হান্সি ফ্লিক। দেখে মনে হয়েছে, রেফারি হেসুস গিল মানসানোকে উপহাস করে হাততালি দেওয়ার ভঙ্গি করছেন ফ্লিক। তখন এগিয়ে গিয়ে টাচ লাইনে দাঁড়ানো বার্সার এই কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। তখন হাত ছুঁড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান হান্সি ফ্লিকি। এরপরই তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
দুই হলুদ কার্ড দেখে ফ্লিক হতবাক হয়ে যান। তখন এগিয়ে গিয়ে চতুর্থ রেফারিকে কিছু একটা বলতে দেখা যায়। চতুর্থ রেফারি হাতের ইশারায় হান্সি ফ্লিককে চলে যেতে বলেন।
সংবাদ সম্মেলনে এ ঘটনার ব্যাখ্যায় হান্সি ফ্লিক বলেন, রেফারিকে নিয়ে আমি কিছু বলিনি। এটা তার সিদ্ধান্ত, আমি মেনে নিয়েছি। হাততালি দেওয়া তার বিরুদ্ধে ছিল না। আমি তাকে কিছু বলার চেষ্টা করেছিলাম; কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলেননি। এমনটাই ঘটেছে। তিনি নিজের কাজ করেছেন, আমি মেনে নিয়েছি। তিনি রেফারি।
লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। লাল কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার সেই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না হান্সি ফ্লিক।
বিডি প্রতিদিন/কেএ