বরিশালে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) কর্মশালা হয়েছে। রবিবার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) সেমিনার কক্ষে কর্মশালার হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিচালক (পরিকল্পনা ও মূল্যয়ন উইং) ড. মো. আব্দুর রশীদ। প্রধান অতিথি বলেন, কৃষিকে সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। এর অংশ হিসাবে এসএসিপি প্রকল্পের কার্যক্রম চলমান আছে। যেহেতু কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়ন করা প্রকল্পের মূল উদ্দেশ্য; তাই কৃষকের পাশে থেকে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
আরএআরএসর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। কী-নোট স্পিকার হিসেবে ছিলেন এসএসিপি প্রকল্পের কম্পোনেন্ট কো-অডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বিএআরআই পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, সরেজমিন গবেষণা বিভাগের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খয়রুল বাশার, ভোলার ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু, ভোলার কৃষি উদ্যোক্তা আক্তার হোসেন, আমতলীর কৃষক ওমর আলী, কলাপাড়ার কৃষক মো. জয়নাল প্রমুখ।
কর্মশালার ডিএই, বিএআরআই, বিএডিসি, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং কৃষি উদ্যোক্তা, প্রগতিশীল কৃষক, সার ও বীজ ডিলার মিলে ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম