বান্দরবানে ১৭ লিটার মদসহ মো. মনির হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে এক মাহিন্দ্র গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করে রেইচা আর্মি ক্যাম্প ও বান্দরবান সেনা জোনের সদস্যরা।
রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ১৭ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে মাদক ব্যবসায়ী বলে জানায়। জিজ্ঞাসাবাদ শেষে মো. মনির হোসেনকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মো. মনির হোসেন বান্দরবান পৌরসভার কাশেম পাড়ার বাসিন্দা।
বিডি প্রতিদিন/এএম