এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড (সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ-এফএসটি) টাইব্রেকারে ৬-৫ গোলে জয়লাভ করে এফসি বার্সেলোনাকে (কলা ও সমাজবিজ্ঞান বিভাগ- এফএএসএস) হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে।
তৃতীয় স্থান অর্জন করে অ্যাটলেটিকো মাদ্রিদ (এফবিএ)। রিয়াল সোসিয়েদাদ (এফএসটি) ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়।
নারী শিক্ষার্থীদের ম্যাচে ইন্টার মায়ামি রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার।
আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, এআইইউবি; প্রফেসর ড. আবদুর রহমান, প্রো-ভাইস-চ্যান্সেলর, এআইইউবি; ড. জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার, এআইইউবি; প্রফেসর ড. মানজুর এইচ. খান, প্রক্টর, এআইইউবি; মেজর (অব.) ফাইয-উল-বারী রাজন, ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন; এবং মি. আবু মিয়া আকন্দ তুহিন, হেড অব পাবলিক রিলেশনস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জয়নাল আবেদীন, কো-অর্ডিনেটর, অফিস অব স্পোর্টস, এআইইউবি।
এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর আয়োজন করে অফিস অব স্পোর্টস এবং সহযোগিতায় ছিল অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স।
বিডি প্রতিদিন/জামশেদ