নর্দান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক মতবিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২২ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর প্রধান অতিথি ও বক্তারা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং সুশৃঙ্খল পরিবেশে পাঠদান, নিয়মিত উপস্থিতি ও পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু বইপড়া যথেষ্ট নয়; শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিল্প ভিজিট, প্রজেক্টভিত্তিক শিক্ষা এবং গবেষণামূলক কাজে অংশ নেওয়া অত্যন্ত জরুরি।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের নানা পরামর্শ প্রদান করে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাব ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।