অস্ট্রেলিয়া সফরের জন্য বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। মঙ্গলবার প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই দল ঘোষণা করেন। এতে জায়গা পেয়েছে একাধিক নতুন মুখ, আর বাদ পড়েছেন বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়।
সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস এর নাম। প্রায় তিন বছর আগে পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এবার শোয়েব বশিরের ব্যাকআপ স্পিনার হিসেবে দলে ফিরলেন জ্যাকস। ফলে দলে জায়গা হয়নি লিয়াম ডসন, রেহান আহমেদ ও জ্যাক লিচের মতো পরিচিত স্পিনারদের।
দলে আরেকটি বড় পরিবর্তন হলো সহ-অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের নিয়োগ। আগের সহ-অধিনায়ক ওলি পোপের জায়গা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তার পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তরুণ ব্যাটার জ্যাকব বেথেলকে, তিনি এবার প্রথমবারের মতো অ্যাশেজ স্কোয়াডে ডাক পেয়েছেন।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মার্ক উড অবশেষে ফিরেছেন টেস্ট স্কোয়াডে। হাঁটুর চোট থেকে সেরে উঠেই এবার অ্যাশেজের দলে জায়গা করে নিয়েছেন এই গতিময় পেসার। দলের ছয় পেসারের মধ্যে তিনিই একমাত্র, যিনি এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ২০২৫: বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জো রুট, ওলি পোপ, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, শোয়েব বশির, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ টাং, জফরা আর্চার, মার্ক উড।
বিডি প্রতিদিন/মুসা