অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে। অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
গতকাল অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানান পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।’ তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।’ উপদেষ্টা বলেন, ‘গত সরকারের ১২ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা সরকার অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, দুবাই থেকে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আইনজীবী নিয়োগ দিচ্ছি। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকও পাচারের টাকা ফেরত আনতে সহায়তা করছে।’
আগামী সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই : অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই। উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনো আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে।’