প্রবীণ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন আজ। তিনি ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ড. মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, গবেষক, ভূ-বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মবহুল জীবনে তাঁর ঝুলিতে অর্জনের ভান্ডার বিশাল। তিন মেয়াদে মন্ত্রী এবং চারবার সংসদ সদস্য থাকাকালে নির্বাচনি এলাকায় দাউদকান্দি পৌরসভা ও নতুন উপজেলা তিতাস প্রতিষ্ঠা, মেঘনা উপজেলা বাস্তবায়নসহ যুগান্তকারী উন্নয়ন করেছেন। তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি দেশ-বিদেশে অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।
জন্মদিনে এক প্রতিক্রিয়ায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটাতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। মিথ্যা মামলায় পাঁচ বছর কারাবাস করেছি, নির্যাতিত হয়েছি। অবশেষে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। মাঝে অসুস্থ ছিলাম, আল্লাহ সুস্থ করেছেন। রাষ্ট্রীয় শাসনব্যবস্থার এ পরিবর্তন দেখার সুযোগ হয়েছে।
এই দিনে কুমিল্লা-১ এবং ২ আসনের জনগণ, দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীসহ প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।