বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল রাজধানীর জোয়ার সাহারায় জসিম উদ্দিন ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয় প্রায় ৪০০ রোগীকে। জটিল রোগীদের বিনামূল্যে অপারেশনও করা হয়। বসুন্ধরা আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সালেহ আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি দল দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চক্ষু পরীক্ষা করে চিকিৎসাসেবা দেন। একই সঙ্গে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। কর্মসূচিতে দুজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. মজুমদার গোলাম রাব্বী ও ডা. নাবিলা কবীর চিকিৎসাসেবা দেন। পুরো কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. আবু তোয়াব। সহকারী হিসেবে ছিলেন মো. রুবেল রানা ও মো. রাকিব হাসান। প্রফেসর ডা. সালেহ আহমেদ বলেন, চোখের সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি। রেহনুমা নামের এক রোগী বলেন, অনেক দিন ধরে ঝাপসা দেখে আসছি, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে বিনা খরচে চিকিৎসা পেলাম।
জসিম উদ্দিন ইনস্টিটিউটের সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন বলেন, আমি দূর থেকে ঝাপসা দেখতাম, চক্ষু ক্যাম্পে চোখ দেখালাম। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা আই হসপিটালের কনসালটেন্ট ডা. মজুমদার গোলাম রাব্বী বলেন, ছোটদের মধ্যে দূরের জিনিস না দেখতে পাওয়ার সমস্যা বেশি, আর প্রাপ্তবয়স্কদের মধ্যে কাছের জিনিস না দেখার প্রবণতা বেশি। চোখ শরীরের একটি সংবেদনশীল অঙ্গ, তাই প্রতি ছয় মাস অন্তর অন্তত একবার চক্ষু পরীক্ষা করা উচিত। চিকিৎসা প্রদানের পাশাপাশি আমরা সচেতনতা বাড়াতেও কাজ করছি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষদের জন্য নিয়মিত এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।