শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিপ্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) উদ্যোগে ‘শারদীয় সুরক্ষা’ নামক ওয়েব ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এনটিএমসির নিজস্ব দক্ষ জনবল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অ্যাপটি তৈরি ও ব্যবস্থাপনা করা হচ্ছে।
শারদীয় সুরক্ষা অ্যাপ সম্পর্কে অবহিত করতে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ের এনটিএমসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি। এ ছাড়া এনটিএমসির পরিচালকসহ অন্য অফিসারগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ সম্পর্কে একটি উপস্থাপনা দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।