অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জনি, লিটন, শরীফ মোল্লা, জামাল, মনির, সোহাগ মিয়া, নাজমুল, সাকিব, রায়মন, আবদুর রহমান, সোহেল হোসেন, তুহিন, মেহেদি হাসান, আরিফ গাজী, আকাশ, খায়রুল, রুবেল, মুহিন, মিঠু, নাইম ইসলাম, নাজমুল হোসেন, জনি ইসলাম, সুমন, মামুন হাসান, রিপন, সুজন, ফারুক, সুবেল মিয়া, শুভ কুমার দাশ ও সোহান গাজী।
তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।