নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে টিম রবিনসনের সেঞ্চুরির সুবাদে ১৮১ রান তোলে কিউইরা। রবিনসনের সেঞ্চুরি ম্লান করে দিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তার ব্যাটে ভর করে ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা।
বুধবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার টিম সেইফার্টের (৪) উইকেট হারায় নিউজিল্যান্ড। পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। পরের বলেই চার নম্বরে নামা মার্ক চ্যাপম্যান ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে কিউইরা।
এরপর দলের হাল ধরেন তিনে নামা টিম রবিনসন। পাঁচে নামা ড্যারিল মিচেলকে নিয়ে চাপ সামাল দেন তিনি। মিচেলও সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন। তবে ফিফটি ছোঁয়া হয়নি তার। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের ৯৮ রানের মাথাতে বিদায় নেন মিচেল। রবিনসন ঠিকই ছুঁয়েছেন ফিফটি।
ফিফটির পরেও দলের ইনিংসকে টেনেছেন রবিনসন। শেষ দিকে তেমন কেউ সঙ্গ দিতে পারেননি। বেভন জ্যাকবস খেলেছেন ২১ বলে ২০ রানের ইনিংস। টর্নেডো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন রবিনসন। ৬৬ বলে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। এছাড়া ৪ বলে ৭ রান করেন মাইকেল ব্রেসওয়েল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন বেন ডুয়ারসুইশ। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন ম্যাথু শর্ট ও জশ হ্যাজলউড।
জবাব দিতে নেমে ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটে ভর করে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। দলের ৬৭ রানের মাথায় ফিরে যান হেড। ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তিনে নেমে মার্শের সাথে যোগ দেন ম্যাথু শর্ট। মার্শ ও শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখে অস্ট্রেলিয়া। শর্ট ১৮ বলে ২৯ রান করে বিদায় নেন।
ফিফটি ছুঁয়েছেন মার্শ। ফিফটির পরেও চালিয়েছেন তাণ্ডব। সেঞ্চুরির দিকেই ছুটছিলেন তিনি। তবে ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে দলের ১৫৭ রানের মাথাতে আউট হন অধিনায়ক মার্শ। ততক্ষণে অজিদের জয় প্রায় নিশ্চিত।
শেষ দিকে ১২ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে টিকে ছিলেন টিম ডেভিড। ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট শিকার করেন জাকারি ফুলকস এবং কাইল জেমিসন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিযে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/কেএ