চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার আন্দবাজার, লালপুর মৎস্য বাজার, আমিরাবাদ ঘাট, চর উমেদ ও রাজরাজেশ্বর এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সহকারি কমিশনার ( ভূমি) সদর বাপ্পি দত্ত রনি, সহকারী নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, কোস্টগার্ড চীফ পেটি অফিসার আব্দুস সামাদ সহ জেলা প্রশাসন, পুলিশ, মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন—প্রিয় জেলে ভাইয়েরা চাঁদপুর নাম আজ ইলিশের জন্য সারা দেশে পরিচিত। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে শাস্তির বিধান রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং আপনাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামী দিনে নদীতে আরও বেশি ইলিশ পাওয়া যাবে এবং উপকৃত হবেন আপনারাই। সরকার ও প্রশাসন এই সময়ে আপনাদের পাশে থাকবে। তাই আসুন, আমরা সকলে প্রতিজ্ঞা করি‘এই ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকব।’'
বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, প্রিয় ভাইয়েরা আপনারা জানেন ইলিশ আমাদের জাতীয় মাছ এবং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার জন্য সরকার ২০২৫ সালের মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘোষণা করেছে।
এই অভিযানের আওতায় আগামী ০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুর সহ নির্ধারিত অঞ্চলে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যদি মা ইলিশকে এই সময়ে সংরক্ষণ করা যায়, তবে সারা বছর নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মও এই সম্পদ ভোগ করতে পারবে।
আমরা আপনাদের অনুরোধ করছি—এই ২২ দিন ধৈর্য্য ধারণ করুন, মা ইলিশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুন এবং সরকার প্রদত্ত বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন। কেউ যদি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পথসভাগুলোতে বক্তারা একযোগে মা ইলিশ সংরক্ষণে সকলকে সচেতন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এছাড়া ইলিশের টেকসই উৎপাদন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম