রাজধানীর পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নাম ফাতেমা বেগম। গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এতে বলা হয়, গত ১২ এপ্রিল রাতে ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বর একটি প্রাইভেট কারে যাওয়ার সময় ফাতেমা বেগম পলাশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকিংয়ের মুখে পড়েন। এ সময় ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি গাড়ি থেকে নেমে সার্জেন্টকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ঘটনার পরদিন ১৩ এপ্রিল লালবাগ থানায় ফাতেমা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী তার এ আচরণ ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হওয়ায় বিভাগীয় কার্যধারা শুরু করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।