মোংলায় নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ কাইনমারী এলাকায় পশুর নদীর পাড়ে মানববন্ধন, নদীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, গণগোসল ও পাটের ব্যাগ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে পশুর নদীর তীরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্পদূষণে আক্রান্ত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।
তারা আরও বলেন, নদী একটি জীবন্ত সত্তা—নদী বাঁচলে উপকূল বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণে পশুর নদীর পানি বিষাক্ত হয়ে পড়ছে, নদীর মাছ ও জলজপ্রাণী হুমকিতে রয়েছে। ইতোমধ্যেই গবেষণায় পশুর নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে।
বক্তারা দখল-দূষণ ও অসাধু জেলেদের বিষ প্রয়োগ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তারা বলেন, “যেকোনো মূল্যে পশুর নদীসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদীকে কয়লা, প্লাস্টিক ও শিল্পদূষণ থেকে মুক্ত করতে হবে।”
সভায় পশুর রিভার ওয়াটারকিপার সমন্বয়কারী মো. নূর আলম শেখ, সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীড়া সংগঠক শেখ রুস্তম আলীসহ স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল