হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ আজ ঘোষণা করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ আজ বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ প্যাকেজ ঘোষণা করবেন। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, চলতি বছরের তুলনায় আগামীতে হজের খরচ আরও কিছু কমানোর লক্ষ্য রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের।
এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এবারের চেয়ে আগামী বছর হজে খরচ অনেকটাই কমানো হবে।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।