পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গঙ্গামতির সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বনকর্মীরা মৃত্যু ডলফিনটি উদ্ধার করে। পরে পরিবেশ রক্ষা আন্দোলন উপরা’র সমন্বয়ে এটিকে মাটি চাপা দেওয়া হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক এলাকায় ভেসে আসে মৃত একটি ডলফিন। চলতি বছর এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি ও এর আগে ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন তীরে ভেসে এসেছে বলে জানা গেছে।
উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সমুদ্রের ঢেউয়ের সাথে ডলফিনটি তীরে ভেসে আসে। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দুর্গন্ধে কাছে ঘেষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে গত দুই দিন আগে মারা গেছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য ডলফিনটিকে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ