রাজধানীর ডেমরায় চলন্ত এক বাইক আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে অছিম পরিবহনের বেপরোয়া একটি বাস। এ ঘটনায় গুরুতর আহত শহীদুল ইসলামকে (৪৫) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার। গতকাল সকাল ১০টায় ডেমরা আমুলিয়ার আইচি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক ঘাতক বাসটিকে আটক করে। বাসটির মালিক শাহাবুদ্দিন এবং তার বাড়ি মুন্সিগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরার দিকে বাইক চালিয়ে আসছিলেন শহীদুল ইসলাম। তিনি যখন আমুলিয়া আইচি হাসপাতালের সামনে আসেন তখন তার সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিল। এমন সময় বেপরোয়া গতিতে পেছন দিক থেকে এসে তার বাইকটিকে ধাক্কা দেয় অছিম পরিবহনের বাসটি। সঙ্গে সঙ্গে সড়ক থেকে ছিটকে পড়ে যান শহিদুল ইসলাম। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায় এবং বুকে প্রচ আঘাতপ্রাপ্ত হন। খোঁজ নিয়ে জানা গেছে, ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এতে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। এই রুটের চালক ও হেলপারদের অধিকাংশ মাদকাসক্ত। এর মধ্যে মিরপুর থেকে স্টাফ কোয়ার্টার রুটে অছিম পরিবহনের প্রায় ৪০টি বাস, মোহাম্মদপুর থেকে স্টাফ কোয়ার্টার রুটে রাজধানী পরিবহরেন ৩০টি বাস। একই রুটে রমজান পরিবহনের ২০-২২টি বাস ও স্বাধীন পরিবহনের ৩০টি বাস চলাচল করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ডেমরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজাদ রহমান বলেন, আমরা বেপরোয়া বাস নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। এ ছাড়া যেগুলোর অভিযোগ আমরা পাই সেগুলোর ব্যাপারে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।