রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আট মামলার পলাতক আসামি রেজা উন-নবী আল মামুনকে (৫৩) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। সংস্থাটি গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম জানায়, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মতিহার থানার তালাইমারী মোড়ে জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন আল মামুন। হঠাৎ চায়ের দোকানের সামনে এসে গাড়িটি রাস্তার পাশের আইল্যান্ডে তুলে দেন, যাতে জনতার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাবের টহল দল আল মামুনকে হেফাজতে নেয়। তার ব্যাগ তল্লাশি করে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা, ৩০ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন মাদক সেবনের কথা স্বীকার করেন। র্যাব জানায়, তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আছে। বর্তমানে তার নামে মোট আটটি মামলা চলমান।