সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
তিনি জানান, আসাদুজ্জামান নূর জ্ঞাতআয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।