অন্তর্বর্তী সরকার সবক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ অন্তর্বর্তী সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মামুনুর রশিদ বলেন, দেশব্যাপী হত্যাকান্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত। পুরান ঢাকায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে। দেশের ১৮ কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারোরই কাম্য নয়। পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।