কানাডায় প্রতিদিন গড়ে ১২ জন করে আত্মহত্যা করছে। সরকারি তথ্যে এর কারণ সম্পর্কে বলা হয়েছে, যারা জীবনের প্রতি অতিষ্ঠ, তারা মুক্তিলাভের জন্য আত্মহত্যাকেই একমাত্র উপায় বলে মনে করছে।
সরকারের হিসাব অনুযায়ী, বছরে মোট ৪৫০০ জন কানাডিয়ান জীবন নিয়ে হতাশা-ব্যর্থতার গ্লানি মুছতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, মহিলার চেয়ে তিনগুণ বেশি পুরুষ আত্মহত্যা করছে। আত্মহত্যায় সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে ১৫ বছর থেকে ৩৪ বছর বয়েসি তরুণ-তরুণী। ৫০ বছর থেকে ৬৪ বছর বয়েসি কানাডিয়ানের প্রতি লাখে আত্মহত্যার হার ২৫.৯ জন। অপরদিকে আত্মহত্যার চেষ্টা সফল না হওয়া কানাডিয়ানের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বড় একটি অংশ হচ্ছেন তরুণী এবং নারী। আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে সবচেয়ে বেশি ১০ থেকে ১৯ বছর বয়েসি তরুণী।
এসব তথ্য নিয়ে পর্যালোচনাকালে ইউনিভার্সিটি অব টরন্টোর স্বাস্থ্য নিয়ে গবেষণারত সহযোগী অধ্যাপক ড. মার্ক সিনাইয়োর বলেছেন, আত্মহত্যার প্রবণতা রোধে ‘জাতীয় হটলাইন’ অপরিসীম ভূমিকা রাখছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে অধ্যাপক মার্ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের হটলাইনে ফোন করার পর পরামর্শ পাওয়া ৯০% স্বাভাবিক জীবনে ফিরেছেন।