রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জাতীয় পার্টি, বিএনপি প্রার্থীরা একাধিকবার এমপি ছিলেন। তবে শেষ চার মেয়াদে এমপি হন আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম। এবার ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাঠে নেই। ফলে আসনটি ফিরে পেতে বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, দলটির কেন্দ্রীয় সদস্য দেবাশীষ রায় মধু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক ও বিএনপি নেতা বজলুর রহমান। আর আসনটির জন্য একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জামায়াতের অধ্যক্ষ নাজমুল হক ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিভাগীয় সমন্বয়ক ইমরান ইমন। বিএনপি থেকে মনোনয়নপ্রার্থী আবু সাঈদ চাঁদ বলেন, ‘আমি সব ত্যাগ স্বীকার করেছি শুধু দলের স্বার্থে। এখন যদি দল আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দেয়, তবে আমি বিশ্বাস করি বিজয়ের এক নতুন রেকর্ড গড়তে পারব। ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েছি। পাঁচবার চেয়ারম্যান ভোট করেছি, কখনো আমি হারিনি। মানুষ আমার সঙ্গে আছে।’ আরেক নেতা আনোয়ার হোসেন বলেন, ‘পরিবর্তিত রাজনীতিতে মানুষ একজন শিক্ষিত প্রার্থী প্রত্যাশা করছেন। তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে দল মনোনয়ন দেবে বলেই আমি মনে করি।’
জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছি। বিভিন্ন এলাকাভিত্তিক গণসংযোগ করছি। পাশাপাশি আমি মানুষের চাওয়া-পাওয়া বুঝতে চেষ্টা করছি।’ নতুন রাজনৈতিক দল এনসিপির প্রার্থী ইমরান ইমন বলেন, ‘মানুষকে রাজনৈতিক সচেতন করতে কাজ করছি। দলকে সংগঠিত করার কাজ করছি।’