ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার চেষ্টা করা নামাজ-রোজার মতোই ফরজ ইবাদত। নামাজ, রোজা, হজ, জাকাত যেমন আল্লাহর বলা, রাসুলের দেখানো পথ-পদ্ধতি অনুযায়ী করতে হয়; ঠিক তেমনই দীন প্রতিষ্ঠার কাজও আল্লাহর বলা ও রাসুলের দেখানো পথেই হতে হবে। দাওয়াতুন্নবী (সা.) উপলক্ষে গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ আয়োজিত ‘দীন প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর পথ ও পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা আনোয়ার হোসাইন, মুহাম্মদ ওবায়দুল্লাহ ও মাওলানা আবু বকর সিদ্দিক।