বাংলাদেশি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে লালমনিরহাটের পাটগ্রামে এসেছিলেন রিয়া মণি নামে এক ভারতীয় তরুণী। বাংলাদেশে আসার সাত দিনের মাথায় প্রতারিত হওয়ার অভিযোগ করে ফিরে গেছেন তিনি। গতকাল বুড়িমারী স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। রিয়া মণি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার বাসিন্দা। জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর দেড় বছর ধরে রিয়া মণির সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়ার আমিনুর রহমানের ছেলে রবির (২৫)। তার সহায়তায় ৬ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত দিয়ে লালমনিরহাটে আসেন রিয়া। তবে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান রবি। পরে রিয়া মণি তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রিয়া মণি বলেন, ‘রবিই আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। তবে আসার পর সে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। আমাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য কোনো দেশে পাচারের উদ্দেশ্যেই বাংলাদেশে আনা হয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’
পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহজাহান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে ভারতে ফেরত পাঠিয়েছি।’