বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ রবিবার সব সরকারি অফিস-আদালত ঘেরাও ও সোমবার থেকে তিন দিনব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। তৃতীয় দফা নতুন এ কর্মসূচিতে আজ জেলা-উপজেলার সব সরকারি অফিস-আদালত ঘেরাও করে অবস্থান, সোম, মঙ্গল ও বুধবার তিন দিন বাগেরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কমিটির। গতকাল বিকালে বাগেরহাট শহর ও উপজেলাগুলোয় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল, সমাবেশ থেকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবি অবিলম্বে মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কমিটির নেতারা।
বাগেরহাট প্রেস ক্লাবের সামনে সমাবেশে বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম বলেন, বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি গত ৩০ জুলাই খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন। কিন্তু তাদের দাবি উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাব সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে। ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গতকাল ভাঙ্গায় মানববন্ধন ও মিছিল হয়েছে। শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ, ভাঙ্গা মানবকল্যাণ ফাউন্ডেশন, অঙ্গীকার-৯২ নামক তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারসংলগ্ন ঈদগার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ভাঙ্গা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অঙ্গীকার-৯২ এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোড়ল, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সী প্রমুখ।