যুক্তরাজ্যের ওল্ডবেরি শহরে বিশের কোঠার এক শিখ নারীকে দুজন শ্বেতাঙ্গ পুরুষ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা নারীটিকে ‘নিজের দেশে ফিরে যাও’—এ ধরনের বর্ণবাদী মন্তব্যও করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওল্ডবেরির টেম রোডের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ এটিকে বর্ণবাদী বিদ্বেষমূলক হামলা হিসেবে দেখছে এবং হামলাকারীদের শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে।
ভুক্তভোগী নারী জানিয়েছেন, হামলাকারীরা ঘটনাস্থলে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফরেনসিক তদন্ত চালাচ্ছে। খবর অনুযায়ী, একজনের পরনে কালো সোয়েটশার্ট ও কামানো মাথা, অন্যজনের পরনে ধূসর টপ ছিল।
স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এটিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, এই ক্ষোভ সম্পূর্ণ বোধগম্য, এবং তিনি টহল বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
ব্রিটিশ এমপি প্রীত কৌর গিল ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে প্রকাশ্য বর্ণবাদের বৃদ্ধি গভীর উদ্বেগজনক উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি চরম সহিংসতা ছিল এবং জাতিগত বিদ্বেষমূলক হামলা হিসেবেও বিবেচিত হচ্ছে। আমাদের শিখ সম্প্রদায় এবং সকল সম্প্রদায়ের মানুষের নিরাপদ, সম্মানিত ও মূল্যবান বোধ করার অধিকার রয়েছে। ওল্ডবেরি বা যুক্তরাজ্যের কোথাও বর্ণবাদ ও নারীবিদ্বেষের কোনো স্থান নেই।”
বিডি প্রতিদিন/আশিক