লক্ষ্মীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নজরুল একাডেমির জেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এর আগে চিত্রাঙ্কন, নজরুল সংগীত, নৃত্য, কবিতা এবং আবৃত্তিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
এতে শিশু, কিশোর ও কিশোরী তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ৫৭ জন প্রতিযোগী বিজয়ী হন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।