ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই মোবাইল চোরকে আটক করেছে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে কৌশলে ওই চোরচক্র মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করত। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করইতলা গ্রামের মৃত আছাব আলীর ছেলে আবদুল হামিদ (৩৬) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দুদু মিয়ার ছেলে ইব্রাহিম আলী মাসুম (২৬)। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই দেবাশীষ দেবের নেতৃত্বে আউটডোর টিকিট কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোরাই ফোনসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়।