বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসিড দগ্ধ হয়ে এক গৃহবধূ জেসমিন আক্তার (২২) মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত স্বামী মো. তোহা (২৫) কে শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মো. মাসরুরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় মো. তোহা তার স্ত্রীর শরীরে এসিড ঢেলে দেন। প্রতিবেশীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
নিহত গৃহবধুর বড় ভাই নজরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পুলিশের অভিযান শেষে শনিবার ভোরে মো. তোহা গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, মো. তোহা নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি কোম্পানির রাবার বাগানে কর্মরত ছিলেন। তিনি কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে বসবাস করতেন।
বিডি প্রতিদিন/আশিক