সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজকে হকারমুক্ত করে পূর্ণাঙ্গ পদচারী সেতুতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে হাত দিয়েছেন তিনি।
শনিবার সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে তিনি কিনব্রিজ হকারমুক্ত করেছেন। নগরীর সকল সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে তিনি ঘুরে দেখেছেন গুরুত্বপূর্ণ এলাকা। হকার পুনর্বাসন নিয়েও কথা বলেছেন তিনি।
শনিবার দুপুরে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে তিনি প্রথমে ছুটে যান লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটে। সেখানে অস্থায়ী মার্কেটের পরিবেশ দেখেন, কথা বলেন হকারদের সাথে। এরপর আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে কিনব্রিজে যান জেলা প্রশাসক। তাঁর আগমনের খবর পেয়ে আগেই ব্রিজ ছেড়ে হকাররা চলে যান। এরপরও যে কয়েকজন হকার ছিলেন তাদেরকে উচ্ছেদ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, হকারদের নিরাপদ বিকল্প ব্যবস্থা প্রয়োজন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। হকাররা যখন পুনর্বাসিত স্থানে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবস্থা করতে পারবে তখন তারা আর সড়ক বা ফুটপাতে আসবে না। জেলা প্রশাসন সকলের সাথে আলোচনা করে সেই ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এএম