বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভ্রমণে গিয়ে নদীর স্রোতে ভেসে গেছে মাদরাসা ছাত্র হাফেজ মাহিত আব্দুল্লাহ (১৫)। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের ডিমের চরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের বাবা, ঢাকার মীরপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহামুদ আসাদ জানান, পরিবারের সবাই মিলে ভ্রমণে গিয়েছিলেন। নদীতে নামার সময় হঠাৎ ঘূর্ণি ঢেউয়ে তার মেজো ছেলে মাহিত আব্দুল্লাহ ভেসে যায়। বাকি তিন ছেলেকে উদ্ধার করা সম্ভব হলেও তাকে পাওয়া যায়নি।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ইতোমধ্যে মোংলা পশ্চিম জোন সদর দপ্তর থেকে ৬ সদস্যের ডুবুরি দলও যোগ দিয়েছে।
নিখোঁজ হাফেজ মাহিত আব্দুল্লাহ নারায়ণগঞ্জের জামিয়াতুন নূর আলইসলা মিয়া মাদরাসার আলিম শ্রেণিতে পড়াশোনা করতেন।
বিডি প্রতিদিন/আশিক