বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী-এর পিতা ছানাউর রহমান চৌধুরী-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলার মুরাদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ছিলেন একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব।
জানাজার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে হাফেজ তাহসিন চৌধুরী। ছানাউর রহমান চৌধুরী স্ত্রী, চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক