তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ গোলের থ্রিলারে জয় ছিনিয়ে নিল জুভেন্টাস। দুই ভাই মার্কাস ও খেফরান থুরামের গোল, হাকান চলহানোগলুর জোড়া গোল এবং শেষ মুহূর্তে আদজিচের নির্ণায়ক গোল সব মিলিয়ে এক নাটকীয় ম্যাচ উপহার দিলো সিরি আ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিরি আ’র হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস। একাধিকবার পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ফিরে এসে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ওল্ড লেডিরা।
প্রথমার্ধেই ম্যাচ পেয়েছে ৩ গোল। ১৪ মিনিটে হাফ ভলিতে জুভেন্টাসকে এগিয়ে দেন লয়েড কেলি। এরপর ৩০ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফেরান হাকান চলহানোগলু। কিন্তু ৮ মিনিট পরই জুভেন্টাসের হয়ে ফের লিড এনে দেন তরুণ তুর্কি তারকা কেনান ইলদিজ।
দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে ম্যাচ। ৬৫ মিনিটে আবারও চলহানোগলুর গোল, এবার বুক দিয়ে বল নামিয়ে দুর্দান্ত ফিনিশিং। এরপর ৭৬ মিনিটে হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম। কিন্তু ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। ৮২ মিনিটে তারই ছোট ভাই, জুভেন্টাসের মিডফিল্ডার খেফরান থুরাম গোল করে সমতায় ফেরান দলকে।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন যোগ করা সময়ের প্রথম মিনিটেই বদলি খেলোয়াড় ভাসিলিজে আদজিচ দূরপাল্লার জোরালো শটে জয় এনে দেন জুভেন্টাসকে। স্টেডিয়ামে তখন উল্লাসের বন্যা।
টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। অন্যদিকে, মাত্র ১ জয় ও ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে ইন্টার মিলান।
বিডি প্রতিদিন/মুসা