চালের দাম ইতোমধ্যে সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশে খাদ্যাভাব না থাকলেও মূল্যবৃদ্ধির প্রবণতা যে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, তা অস্বীকারের উপায় নেই। আশার কথা, চলতি বছর দেশের বেশির ভাগ এলাকায় আমন চাষের আওতা বেড়েছে। তবে একই সঙ্গে বেড়েছে সফলভাবে আমন চাষের চ্যালেঞ্জও। মৌসুম শুরু হতে না হতেই সারের সংকট দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়াজনিত কারণে ফসলের খেতে রোগবালাই, পোকামাকড় এবং আগাছাও বেড়েছে। এর সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার শঙ্কা। আমন উৎপাদনে ওই সব চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের কৃষক। চলতি ৫৭ দশমিক ২ লাখ হেক্টর জমিতে মৌসুমে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন ধান। সময়মতো সার-কীটনাশক সংগ্রহসহ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে গত বছরের মতো এবারও আমনের উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত বছর অক্টোবরে দেশের উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহে বিলম্বিত বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা- শুধু এই তিন জেলাতেই প্রায় ১ লাখ হেক্টর জমির আমনের ফসল নষ্ট হয়। কৃষকদের অভিযোগ, এক বস্তা ইউরিয়া ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা রাখা হচ্ছে। টিএসপির দাম আরও বেশি। স্থানীয় প্রশাসনের মতে, কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রিতে অতি মুনাফা করছে সিন্ডিকেট। গত বছর আমন উৎপাদন ব্যাহত হওয়ায় চিকন চালের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। এর প্রভাব পড়েছে মোটা চালেও। চাল আমদানিতে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। গত বছর বন্যায় রোপা আমনের ক্ষতি হলেও এ বছর তেমন কোনো দুঃসংবাদ পায়নি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে সার নিয়ে যে অশুভ সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে উঠেছে তা কৃষকদের উৎকণ্ঠা বাড়াচ্ছে। অনেকে বাড়তি দামে সার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কৃষকদের বক্তব্য, এ ক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা করছে তাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। আগের দেড় দশকে সার নিয়ে কৃত্রিম সংকটের ঘটনা খুব একটা ঘটেনি। সরকারের সুনামের স্বার্থে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে