কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বিল পাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক যুগ পর আয়োজিত এ খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন। সকাল থেকে বিকাল পর্যন্ত সাপুড়েরা বিষধর গোখরা ও অন্যান্য সাপ নিয়ে চমকপ্রদ প্রদর্শনী উপস্থাপন করেন।
১১টি দলের ১৫ জন সাপুড়ে কাঠের বাক্স ও মাটির হাঁড়ি থেকে সাপ বের করে নানা কসরত দেখিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। দর্শকরা করতালি দিয়ে উৎসবের আমেজ তৈরি করেন।
সাপুড়ে সম্প্রদায় সরকারের সহযোগিতার দাবি জানায়। ঝিনাইদহ থেকে আসা সাপুড়ে সবুজ বলেন, “এটা আমাদের বাপ-দাদার ঐতিহ্য। এই খেলার মাধ্যমে জীবিকা নির্বাহ করি। পাশাপাশি মানুষকে পরামর্শ দিচ্ছি—সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।”
শৈলকুপার সাপুড়ে সোহেল বলেন, “আমাদের বাপ-দাদারাও এই খেলা দেখাতেন। আমরা তাদের থেকে শিখে মানুষের মনোরঞ্জন করি। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সমস্যায় পড়ছি।”
আয়োজক শাহারিয়া ইমন রুবেল জানান, “গ্রামের মানুষকে একত্রিত করে প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতেই এ আয়োজন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মও খেলা দেখতে পারে।”
বিডি প্রতিদিন/আশিক